সারাদেশ

সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে: ঢাকা বিভাগীয় কমিশনার

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন মহা নবমী উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।

পরিদর্শনকালে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত পূজার যে পরিবেশ দেখেছি এতে আমরা সন্তুষ্ট এবং সারাদেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। আগামীকাল বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হবে। এখন পর্যন্ত আমরা কোন অপ্রীতিকর ঘটনা শুনতে পাইনি এবং ভক্তরা শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করছে। আমরা প্রত্যাশা করছি উৎসবমুখর পরিবেশে বাকি অংশ শেষ হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।

Leave a Reply

Back to top button