সারাদেশ

সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্ত করতে ডিসিকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ‘কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তকরণ বাস্তবায়ন কমিটি’।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক জমাদ্দার ও সদস্য সচিব এস.এম কাদিরের নেতৃত্বে কুতুবপুরের সর্বস্তরের জনগণের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদাণ শেষে সাংবাদিকদের কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ্ বলেন, জেলা প্রশাসক মহোদয় যদি পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত না করেন তাহলে কুতুবপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং যে পরিস্থিতি সৃষ্টি হবে সে জন্য জেলা প্রশাসক মহোদয় দায়ী থাকিবেন।

স্মারকলিপি প্রদানকালে মোঃ নাছির উদ্দিন প্রধান, মোঃ জাহের মোল্লা, গোলাম কাদির, এড. সুমন মন্ডল, এড. শরীফুল ইসলাম, এড. ফাহিম, মিজানুর রহমান মোল্লা, আমির হোসেন, হাফেজ মাও: শফিকুল ইসলাম সাদ, দ্বীন ইসলাম দিলু, মোঃ রাসেল, মোঃ জাকির হোসেন মাসুদ, সাইদ রেজা সুমন, দুলাল ভূঁইয়া, সেলিম মোল্লা, মোঃ রনি, মোঃ রৌনক, আনোয়ার হোসেন রিপন, রবিন খাঁন, সোহেল শেখ উপস্থিত ছিলেন।

Back to top button