সারাদেশ
শুক্রবার ফতুল্লা-সিদ্বিরগঞ্জ বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল
শুক্রবার ফতুল্লা-সিদ্বিরগঞ্জ বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে শুক্রবার ১৮ জুলাই বিক্ষোভ সমাবেশ করবে ফতুল্লা ও সিদ্বিরগঞ্জ থানা বিএনপির একাংশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ।
স্ট্যাটাসে বলা হয়, আগামীকাল ১৮ই জুলাই শুক্রবার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপি ও অংঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের বিকাল সাড়ে ৩টায় ভুইগড় পাসপোর্ট অফিসের সামনে দলে দলে উপস্থিত থাকার জন্য আহবান জানান তিনি।