শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
আড়াইহাজারে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় নাইমুর রহমান ওরফে নাঈম (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷ একই সাথে হত্যার পর লাশ গুম করার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ জরিমানা করা হয়েছে আরও ১ লাখ টাকা৷
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন৷
বিষয়টি নিশ্চিত করেছেন এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ৷
সাজাপ্রাপ্ত আসামি নাইমুর রহমান ওরফে নাঈম (৩৫) বরগুনা জেলার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে।
মামলার নথিসূত্রে জানা যায়, আসামি ভুক্তভোগীর প্রতিবেশী ছিলেন৷ ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুকে অপহরণের পর নিজের বাসায় নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে আসামি নাঈম৷ একদিন পর তার বাসার খাটের নিচ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ৷ ওইদিনই নিহতের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় মামলা করেন৷পুলিশ তদন্ত শেষে পরের বছর ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়৷
পিপি রকিবউদ্দিন বলেন, মামলার পর আসামি পলাতক ছিলেন৷ পরে পুলিশ তাকে বরগুনা থেকে গ্রেপ্তার করলে ধর্ষণ ও হত্যার অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়৷ বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ আদালত এ মামলায় রায় ঘোষণা করেন৷