সারাদেশ

আদালত পাড়ায় দালাল টাউট কমিয়ে এনেছি : জুয়েল

নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, ২১ ব্যাচের আইনজীবিরা ভালো করছে। তবে আইনজীবিরা চাইলেই সবকিছু করতে পারেনা। আদালত পাড়ায় আমরা দালাল টাউটদের কমিয়ে এনেছি।

২৫ সেপ্টেম্বর বিকেলে সেলিম ওসমান বার ভবনের ২য় তলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যাচ-২১ এর আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকাভূক্তির ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনজীবিদের উদ্দেশ্যে জুয়েল বলেন, যারা নতুন ভাবে বার কাউন্সিলের তালিকাভুক্তি হন তাদেরকে আমরা ৫ থেকে ৮ বছর টিকে থাকতে পারেনি তাদের সেই ধৈর্য দেখি। কেননা এই পেশায় অনেকে আসলেও ৫ বছরের মাথায় অনেকে ঝরে যায়। যারা এই সময়টা পার করে ফেলে তারা টিকে যায়। তারাই তখন একজন ল’ইয়ার হন।

এড. গাজী মোঃ শাহপরান ও এড. এমএম হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি এড. রবিউল আলম রনি, সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ কামাল হোসেন সহ জেলা আইনজীবী সমিতির ব্যাচ-২১ এর এড. শাহাদাৎ হোসেন, এড. গোলাম মর্তুজা, এড. আসলাম খান, এড. আবু রায়হান, এড. রাকিবুল হাসানসহ সকল সদস্যবৃন্দ।

Back to top button