সারাদেশ
রূপগঞ্জে সেনা অভিযানে মাদকসহ আটক ৩

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাছিমপুর এলাকার সাদ্দাম, হৃদয় ও আকলিমা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাদ্দাম, হৃদয় ও আকলিমা নামে তিনজন কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বস্তায় রাখা ১২৩ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।