সারাদেশ

রিতু হত্যায় একজনের যাবজ্জীবন, ৭ বছর পর বেকসুর খালাস স্বামী

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা আক্তার রিতুকে হত্যার দায়ে লুৎফর রহমান (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ায় স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

সোমবার (১৮ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডিত লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়া সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূ নাজমা হত্যায় একজনকে যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুন সিদ্ধিরগঞ্জে স্বামী পরিচয়ে বসবাসকারী লুৎফর রহমান গৃহবধূ নাজমা রিতুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে প্রকৃত স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে প্রমাণিত হয়, নাজমা আগের স্বামী নাদিমের নাম ব্যবহার করে লুৎফর রহমানের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত হত্যার দায়ে লুৎফর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

Leave a Reply

Back to top button