সারাদেশ

যুবদল কেন্দ্রীয় সংসদের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জে র‍্যালী

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১০ জুলাই) সকালে র‌্যালিটি ফতুল্লা স্টেডিয়াম থেকে শুরু হয়ে একটু সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

র‌্যালীতে জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।। এসময় জেলা যুবদলের নেতাকর্মীরা নয়া কমিটিকে স্বাগত, তারেক রহমানকে ধন্যবাদ ও সরকারবিরোধী স্লোগানে স্লোগানে ঢাকা-নারায়ণগঞ্জ রাজপথ প্রকম্পিত করে তুলে। 

উল্লেখ্য, গত ৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেআব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

Back to top button