সারাদেশ

মৌন মিছিলে সজলের নেতৃত্বে মহানগর যুবদলের যোগদান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মৌন মিছিলে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলেল নেতৃত্বে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে এ মৌন মিছিলের আয়োজন করা হয়। 

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে শেষ হয়।

মৌন মিছিলে যুবদলের আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Leave a Reply

Back to top button