সারাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তার শঙ্কা নেই, নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং কোথাও নিরাপত্তার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে আমাদের ৩৩ হাজার পূজামন্ডপ আছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আয়োজকদের স্বেচ্ছাসেবক কাজ করবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবকও দায়িত্বে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামন্ডপে আশেপাশে দোকান থাকতে পারবে তবে মেলা বসতে দেওয়া হবে না। তবে কিছু দোকান আয়োজক কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে। পূজায় খারাপ কোনো কিছু যাতে না হয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ প্রমুখ।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। 

Back to top button