সারাদেশ

মেট্রোরেলসহ পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও

নারায়ণগঞ্জে পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নগরভবনের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে জনভোগান্তি বিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্গন্ধ বিহীন বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানি কর প্রত্যাহার, গলাচিপা জামতলা মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনের পাঁচ দফা দাবী পেশ করেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের নেতাকর্মীরা। 

সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে ৫ দফা দাবির স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণের সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button