মামুন মাহমুদের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবর্ষনেরও ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়ানো দুই গ্রুপই জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের অনুসারী বলে জানা গেছে। ৩১ জুলাই রাতে সুমলপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জেলা বিএনপির বর্তমান আহবায়ক মামুন মাহমুদের অনুসারী বিএনপির নেতা শাহ আলম মানিক এবং বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বাবুল হোসেন নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা রুহুল আমিন বলেন, শাহ আলম মানিক আমাদের দলের একজন কর্মী বাবলুকে পিস্তল দিয়ে মারধর করেন। আমরা বিষয়টি জানতে চাইলে মানিক পালিয়ে যান। আমাদের কেউ গুলি চালায়নি, বরং মানিকই ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করেছেন।
অন্যদিকে শাহ আলম মানিক বলেন, আমি বাড়ির সামনে বসা ছিলাম। হঠাৎ রুহুল আমিন ৫০-৬০ জন সহযোগী নিয়ে আমার ওপর অস্ত্রসহ হামলা চালায়। তারা ছয় রাউন্ড গুলি ছোড়ে এবং আমার ব্যানার ভাঙচুর করে। হামলার সিসিটিভি ফুটেজও রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গুলির কোনো প্রমাণ মেলেনি এবং এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি।