মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সোনারগাঁয় থানায় কথীত স্ত্রী ঝর্নার করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে, গত ৪ এপ্রিল এই আদালতে ধর্ষণ মামলাটিতে জামিন পেয়েছিলেন মামুনুল হক।
এর সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, সোনারগাঁ থানায় করা একটি ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এসএম শফিকুল ইসলামকে জেরা করার দিন ধার্য ছিল। এই সময় আসামির কাঠগড়ায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। পরে, আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হক শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন। আমরা আদালতে সময়ের আবেদন করেছিলাম। আদালত নামঞ্জুর করে দেন।