মাদক ব্যবসায়ীদের হাড়গোড় ভেঙ্গে পুলিশে দেন : দেলোয়ার প্রধান
কলাগাছিয়ায় মামলার সংখ্যা কম, জনগণের সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।
তিনি বলেন, মাইরের উপর কোনো ওষুধ নাই। মাদক যে বিক্রি করবে যুব সমাজকে বলবো তাদেরকে পিটাইয়া হাত পা ভাইঙ্গা নিয়া যাবেন। পুলিশের কাছে শোপর্দ করবেন। যদি মামলা হয় প্রধান আসামি আমি হবো।
আমি চাইনা অসুস্থ লোক আমার ইউনিয়নে বসবাস করুক। আমি চাইনা কলাগাছিয়া ইউনিয়নে মাদক ব্যবসায়ি থাকুক।
সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া যুব সমাজের উদ্যোগে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘারমোড়া পাকা জুম্মা জামে মসজিদের সভাপতি মোঃ আলমাছ মিয়ার সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, দক্ষিন ঘারমোড়া আয়েশা জামে মসজিদের সভাপতি ও সমাজ সেবক মোঃ সালাউদ্দিন দেওয়ান ও পাকা জুম্মা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ আশেক মাহমুদ।
মাদক বিরোধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন আনিছ উদ্দিন লিখন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ সেলিম, সমাজ সেবক রাজা মিয়া চর-ঘারমোড়া এলাকার সেবক মিলন ও সিজারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।