সারাদেশ

মাদক থেকে মুক্তি পেতে হলে একমাত্র উপায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করা-নজরুল মাতবর

মাদক থেকে মুক্তি পেতে হলে একমাত্র উপায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করা-নজরুল মাতবর

স্টাফ রিপোর্টার(Somoysokal)নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  আলহাজ্ব মো. নজরুল ইসলাম মাতবর বলেন, বর্তমান সমাজে যে হারে মাদক বেড়েছে, এই মাদক থেকে মুক্তি পেতে হলে ‘একমাত্র’ উপায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। কেননা মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই পারে আমাদের আগামীর অপার সম্পদ  যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে।

 

শুক্রবার ১৫ই নভেম্বর সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের ভূইঘর এলাকার অভিযান ক্লাবের উদ্যোগে আয়োজিত কেরাম বোর্ড টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নজরুল ইসলাম মাতবর এ-সব কথা বলেন।

 

এসময় বিএনপি নেতা নজরুল ইসলাম মাতবর আরও বলেন, আমি নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও ফতুল্লা থানা পুলিশ প্রশাসনের  দৃষ্টি আকর্ষণ করছি, যারা মাদকের মতো এই ভয়ানক ব্যবসায় জড়িত অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মাদকের বিরুদ্ধে অভিযান না হলে সমাজে মাদক ব্যবসায়ীদের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে। তাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করা।

 

এসময় কেরাম বোর্ড টূর্নামেন্ট খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মাজেদুল ইসলাম মাজেদ, কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল ভূইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Back to top button