বৃষ্টিতে পানিতে এনায়েতনগর পরিষদে জলাবদ্ধতা, ভোগান্তি
টানা কয়েকঘন্টার ভারি বৃষ্টিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়ছে ভুক্তভোগীরা।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এবং ভিতরে কাদাপানিতে একাকার হয়ে গেছে। একইসাথে চেয়ারম্যান আসাদুজ্জামানের ও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের অফিস পানিতে ডুবে গেছে। যার ফলে এখন পযর্ন্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। দেখা যায়, লেভার দিয়ে ভিতরে জমে থাকা পানি সরানো হচ্ছে।
জন্ম নিবন্ধন করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, চেয়ারম্যান কার্যালয়ে এসে বাহিরে বসে কাজ তদারকি করছেন। কর্মকর্তা-কর্মচারিরা পানি সড়াতে ব্যস্ত আছেন। যেখানে বসে সকল ধরনের কার্যক্রম করা হয় সে অফিস পানিতে তলিয়ে গেছে। পরিষ্কার করা হচ্ছে। কতক্ষন সময় লাগে তা বলা যায় না। আমাকে আগামীকাল আসতে বলেছে।
এ বিষয়ে এনায়েতনগর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, সব জায়গায় বৃষ্টিতে ডুবে গেছে। আমি ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে কাজ করতাছি। যারা আসতেছে সবার কাজ করে দিতাছি। ভিতরে পানি জমে গেছে। কাজ করতে হলে তো কম্পিউটার লাগবে। কম্পিউটার চালু হলে কাজ শুরু হয়ে যাবে।