বিএনপি নেতা এটিএম কামালের মায়ের ইন্তেকালে, মুফতী মনির হোসেন কাসেমীর শোক প্রকাশ
বিএনপি নেতা এটিএম কামালের মায়ের ইন্তেকালে, মুফতী মনির হোসেন কাসেমীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের সম্মানিত মাতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসেন কাসেমী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে মুফতী মনির হোসেন কাসেমী তার ব্যাক্তিগত ফেসবুক পেজে এ শোক প্রকাশ করেন।
পাঠকের জন্য হুবুহু কপি তুলে ধরা হলো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের সম্মানিত মাতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।
বর্তমানে পবিত্র ভূমি সৌদি আরবে অবস্থানরত অবস্থায় আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আল্লাহ তায়ালা তাঁদেরকে এ শোক সইবার তাওফিক দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুফতি মনির হোসেন কাসেমী, যুগ্ম মহাসচিব: জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ।

