সারাদেশ

বাস ভাড়া কমাতে ডিসি’র কাছে আইনজীবীদের স্মারক লিপি 

বাস ভাড়া কমাতে ডিসি'র কাছে আইনজীবীদের স্মারক লিপি 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ টু ঢাকা চলাচলের বাস ভাড়া কমাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের নিকট স্মারক লিপি প্রদান করছেন আইনজীবীরা।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি’র নিকট এ স্মারক লিপি প্রদান করা হয়।

 

এসময় স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ টিপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট জিয়াউল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল হক ভূইয়া দীপু, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক সালাউদ্দিন ভূইয়া সবুজ, এডভোকেট প্রদীপ ঘোষ বাবু, এডভোকেট মো. নাজিম উদ্দিন শেখ সহ অন্যান্য আইনজীবী বৃন্দ।

Back to top button