সারাদেশ

বাস ভাঙ্গচুর: বিএনপির ৪৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সিদ্ধিরগঞ্জে বাস ভাঙ্গচুরের ঘটনায় মামলা হয়েছে।গত ৯ অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবালকে প্রধান আসামী করে বিএনপির ৪৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন-জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদল সভাপতি মো. রাকিবুর রহমান সাগর, জেলা ছাত্রদল সভাপতি নাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মী।

মামলায় পুলিশ ৩ টি বিস্ফোরিত ককটেলের লাল স্কচটেপ মোড়ানো অংশ বিশেষ, ১২ টি বাঁশের লাটি, ৫ টি লোহার রড, আগুনে পোড়া একটি গাড়ির টায়ার, গাড়ির কয়েক টুকরা ভাঙ্গা গ্লাস আলামত হিসেবে দেখিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মী সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে গাড়ি ভাঙচুর করেন, ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তবে এখনো কেউ আটক বা গ্রেফতার নেই।

Back to top button