সারাদেশ
বাবুরাইলে নারীসহ গ্রেপ্তার ২, গাঁজা উদ্ধার

শহরের বাবুরাইলে ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ১৯০/১ নং তাতিপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সৌরভ (২৬) ও মনি ওরফে মরনী (২৮)। তারা দুজনেই তাতিপাড়ায় থাকেন।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল এলাকার ১৯০/১ নং তাতিপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির টাকা জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।