সারাদেশ
বাবার জন্য দোয়া চাইলেন গিয়াসপুত্র রিফাত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য দোয়া চেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত। এসময় তিনি দল থেকে যদি তার বাবাকে নমিনেশন দেওয়া হয় তার পক্ষে কাজ করার অনুরোধ জানান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্মার নামাজের আগে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার মসজিদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
এসময় রিফাত বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা মিলে নারায়ণগঞ্জ-৩ আসন হয়েছে। এখান থেকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন। ধানের শীষ থেকে যদি উনি মনোনয়ন পায় তাহলে আপনারা তার জন্য কাজ করবেন।