বাঙালি জাতির আশির্বাদ বঙ্গবন্ধু – এড. মোহসীন মিয়া
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২১-২২) অর্থবছরের সভাপতি ও তরুণ আইনজীবীদের আইডল এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, আমরা আওয়ামী লীগ করি, অনেকে আবার অন্য দল করে কিন্তু বঙ্গবন্ধু শব্দটা রাজনীতির উর্ধ্বে তিনি জাতির পিতা। আসলে বঙ্গবন্ধু বাঙালি জাতির আশির্বাদ। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে কয়টা আন্দোলন হয়েছে সবগুলোই সফল হয়েছে কারণ বাঙালির মানুষ বঙ্গবন্ধু’কে বিশ্বাস করতো। তাই তার ডাকে লাখ লাখ মানুষ ছুটে আসতো তারি ধারাবাহিকতায় ৭১ এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সমগ্র বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু বুকের তাজা রক্ত দিয়েছেন। শুধু বঙ্গবন্ধু নয় তার স্বপরিবার নির্মমভাবে হত্যার শিকার হয়েছে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়।জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব বা শেখ সাহেব নামে এবং তার উপাধি বঙ্গবন্ধু হিসেবেই অধিক পরিচিত। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।