বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন: মামুন মাহমুদ

সাহসিকতার সঙ্গে সৎ ও স্বচ্ছ সাংবাদিকতা করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, দৈনিক বাংলা একটি জাতীয় দৈনিক এবং এই পত্রিকার সংবাদের গুরুত্ব অনেক বেশি।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি রেস্টুরেন্টে দৈনিক বাংলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলা পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি লতিফ আহমেদ আকাশ। আলোচনা সভার পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, নিউ নেশন ও আলোকিত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন, বিজয় টিভির জেলা প্রতিনিধি গাজী সোহেলসহ আরও অনেকে।