সারাদেশ

মুঘল সম্রাজ্যের আদলে ঈদগাহ উপহার দিবো: ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা। ‎বৃহস্পতিবার সকালে স্বশরীরে উপস্থিত হয়ে সংস্কার কাজের পরিদর্শন করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নেজারত ডেপু‌টি কা‌লেক্টর মোঃ তা‌রিকুল ইসলাম, ও জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ কামরুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যল‌য়ের কর্মচারীবৃন্দ।
‎এসময় জেলা প্রশাসক সংস্কার কাজের ইঞ্জিনিয়ারের সাথে কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
‎পরিদর্শন শেষে জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, আমি যখন প্রথম এই ঈদগাহতে নামাজ পড়তে আসি সেটি ছিলো ঈদুল ফিতরের জামাত। এর আগের দিন আমি এই ঈদগাহ মাঠটি পরিদর্শন করতে আসি। পরিদর্শনে এসে দেখতে পাই ঈদগাহ মাঠের সামনে যে স্ট্রাকচার ছিলো সেটি প্রায় হেলে পড়ে গিয়েছিলো। আর পাশের ওয়াল ছিলোনা, ভেঙ্গে পড়ে গিয়েছিলো। তখন আমার মনে হয়েছে যে নারায়ণগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তার এমন বেহাল অবস্থা মোটেও কাম্য নয়।
‎তিনি বলেন, পরবর্তীতে এই ঈদগাহ মাঠকে মোঘল সম্রাজ্যের আদলে সংস্কার করার জন্য বিভিন্ন আর্কিটেক্টদের দিয়ে কয়েকটি ডিজাইন আমাদের কমিটির কাছে উপস্থাপন করেছিলাম। কমিটির সবার সর্বসম্মতিক্রমে যে ডিজাইনটি পছন্দ করেছে সেই ডিজাইনের আদলেই আমরা ঈদগাহ মাঠের সংস্কার কাজ শুরু করেছি। আজকে সেই সংস্কার কাজের ঢালাই শুরু হলো। আমরা চেষ্টা করছি খুব দ্রুত এ কাজটি সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসীকে মোঘল সম্রাজ্যের সৌন্দর্যের আদলে তৈরী একটি ঈদগাহ উপহার দিতে।
‎উল্লেখ্য, প্রাচ্যের ড্যান্ডিখ্যত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের স্থাপনা দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় পরে থাকলেও এ যাবতকালে স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউই। অবশেষ সেই উদ্যোগটি নিয়েছেন নারায়ণগঞ্জ জেলার আলোচিত জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসকের এই সৃজনশীল মনোভাবের কারনে ইতিমধ্যেই তিনি সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন।
Back to top button