সারাদেশ

বন্দরে মজিবুর রহমান গ্রেপ্তার

বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মজিবুর রহমান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ পশ্চিমপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মজিবুরকে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। এই হামলায় জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

Back to top button