সারাদেশ
বন্দরে জাপার দেলোয়ার গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে মুছাপুরের জাপা কর্মী দেলোয়ার হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত দেলোয়ার মুছাপুর ইউনিয়নের বাকসরাইল এলাকার মৃত সিহাব উদ্দিন মেম্বারের ছেলে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বন্দর থানার পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে ওই ঘটনার মামলায় দেলোয়ারের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।