সারাদেশ
ফতৃুল্লার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসপি জসীম উদ্দিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ফতুল্লা থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
মঙ্গলবার রাতে তিনি বেশ কয়েকটি মন্দির পরিদর্শনে যান এবং তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। পুলিশের এই উদ্যোগকে স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা স্বাগত জানিয়েছেন।