সারাদেশ

ফতুল্লা থানার নতুন ওসি শরিফুল 

ফতুল্লা থানার নতুন ওসি শরিফুল 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) ফতুল্লা মডেল থানায় যােগদানের ২০ দিনের মাথায় বদলি করা হলাে অফিসার ইনচার্জ (ওসি) মাে. সােলেয়মান মাহামুদ কে। একই দিন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যােগদান করেন শরিফুল ইসলাম। এর আগে মাে. সােলেয়ামন মাহমুদ ১০ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় অফিসার (ওসি) হিসেবে যােগদান করেছিলেন।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে বদলিকৃত ওসি মাে. সোেলেমান মাহমুদ থেকে দ্ধায়িত্ব বুজে নেন সদ্য যােগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

 

এর আগে শরিফুল ইসলাম শরিয়তপুর জেলার পালং থানার চিকুন্দি ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি নারায়নগঞ্জ জেলা ডিবিতে যােগদান করেন।

সেখান থেকে তিনি শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় যােগদান করেন। যােগদানে পরপর তিনি গন্যমাধ্যমকে জানান, অন্যায়ের সাথে তিনি আপাষ করবেন না। সর্বোচ্চ পুলিশ সেবা দেওয়ার চেষ্টা করবেন।

Leave a Reply

Back to top button