সারাদেশ

ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ওভারপাসের নিচে, নিহত ১

ফতুল্লার ভূইঘর বাসস্ট্যান্ড এলাকায় ওভারপাসের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে পড়েছে। এ ঘটনায় মোহর উদ্দিন নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ঘটে। 

প্রত্যেক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা মোহর উদ্দিন নামে এক অটোচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পার পলাতক আছেন। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। 

Leave a Reply

Back to top button