সারাদেশ

মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিদ্ধিরগঞ্জ কৃষকদলের নেতাকর্মীরা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি আজহারুল ইসলাম মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের কৃষকদলের নেতাকর্মীরা।

শনিবার ১১ অক্টোবর দুপুরে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার বেপারী ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় মান্নান বলেন, আমার সৌভাগ্য যে আজকে সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীরা আমার বাসায় এসছেন। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা এক হওয়ায় এই সুযোগ তৈরি হলো। আমি এমপি হই বা না হই সোনারগাঁও উপজেলার মতই সিদ্ধিরগঞ্জবাসী ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের পাশে আছি এবং থাকবো।

পরে কৃষক দলের নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন। এবং সর্বোচ্চ দিয়ে পাশে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Back to top button