সারাদেশ
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে মামুন আহম্মেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন আহম্মেদ বন্দর উপজেলার মিনারবাড়ীস্থ ডুমুরতলা এলাকার আকবর মিয়ার ছেলে।
গত শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিনারবাড়ী এলাকায় মামুনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। এ ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
 

