সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টাইমস ও স্থানীয় কয়কটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শহরের তামাকপট্টি এলাকার বাসিন্দা সালাউদ্দিন বিটু, রাকিব, মিঠু ও আল আমিন অমি।

 

এক বিবৃ‌তি‌তে তারা জানান, জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মাদক ইস্যুতে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।  আমরা কেউই মাদক ব্যবসার সাথে জড়িত নই। আমরা সকলেই কর্মজীবী মানুষ। মাদককে আমরা ঘৃণা করি। তাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।  পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা অনুরোধ জানাবো আমাদের সম্পর্কে খোঁজ নিয়ে প্রকৃতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। একটি ভূমিদস্যু চক্র কতিপয়  সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের সামাজিকভাবে সম্মান ক্ষুন্ন করতে তৎপরতা চালাচ্ছে। সালাউদ্দিন বিটু জানান, বিগত সময়ে স্বৈরাচার সরকার আমলে আমাকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়েছে। এমনকি সরকার বিরোধীও মামলা দেয়া হয়েছিল। স্বৈরাচার সরকার পতন হওয়ার পরও আমাকে নানা ভাবে হয়রানি করার অপচেষ্টা করে যাচ্ছে একটি কুচক্রী মহল। এই কুচক্রী মহলটি স্বৈরাচার আমলেও আমাকে হয়রানি করেছিল। এরা এখন ভোল পাল্টে পুনরায় আমাদের হয়রানি করছে। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা জাতির দর্পন দয়া করে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি একটু যাচাই বাছাই করে দেখবেন। আশা করি তাহলে সত্য ঘটনা উন্মোচিত হবে।

Leave a Reply

Back to top button