সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) গত ২৮/৫/২০২৩ ইং তারিখে খবর প্রতিদিন ও দৈনিক বিজয় পত্রিকায় ‘বড় ভাইয়ের বিরুদ্ধে ৬ ভাই-বোনের সম্পত্তি আত্মসাত করেছে বড় ভাই’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন।

রবিবার (৪ জুন বিকালে) একটি প্রতিবাদ বিবৃতি’র মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।

এসময় ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন বিবৃতিতে আরও জানান, গত ২৮/৫/২০২৩ ইং তারিখে খবর প্রতিদিন ও দৈনিক বিজয় পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত ভাই-বোনের সম্পত্তি আত্মসাত করার কোনো অভিযোগ আমার নামে নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা জাতির দর্পন দয়া করে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি একটু যাচাই বাছাই করে দেখবেন। আশা করি তাহলে সত্য ঘটনা উন্মোচিত হবে।

Back to top button
%d bloggers like this: