সারাদেশ
পদ্মা সেতুতে দাঁড়িয়ে এমপি কায়সারের ছবি
![](https://somoysokal.com/wp-content/uploads/2024/07/02-5.jpg)
পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত। সেই ছবি নিজের ফেসবুক পেজ থেকে পোষ্টও করেছেন এই এমপি।
দুপুর ১২টার দিকে মাওয়া টোল প্লাজার যেকোনো এক লেন দিয়ে সেতুতে প্রবেশ করেন কায়সার হাসনাত। এরপর সেতুর মাঝামাঝি গাড়ি থামিয়ে সেতু এবং পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করেন তিনি।
এমপির সঙ্গে ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাকিবুল হাসান।
জানা যায়, ৫ জুলাই পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যাওয়ার পথে পদ্মাসেতুতে গাড়ি থেকে নেমে ছবি তোলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।