সারাদেশ

ট্যাংক লরি কেড়ে নিল তরুনীর প্রাণ

সিদ্ধিরগঞ্জের ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুনী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. খালেদ হোসেন (২৭) নামে এক যুবকও আহত হয়েছেন।

নিহত আয়েশা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর তাপাল বাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।

আহত খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংক লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন এবং লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও ট্যাংক লরিটি জব্দ করা হয়েছে। তবে লরিচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

Back to top button