সারাদেশ

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হুমায়ূন, সম্পাদক আনোয়ার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের বার্ষিক নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়েছে। সমিতির কার্যকরী পরিষদের ১৭টির মধ্যে জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সমর্থিত বিএনপি প্যানেল ১৬ পদে জয়লাভ করেছেন। জামায়াত সমর্থিতরা ১টি সদস্য পদ জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শুরু হলে রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচনে ৬০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত এড.সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার প্রধান। জামায়াতের একজন সদস্য হলেন এড. আফরোজা জাহান।

নির্বাচিত বিএনপি সমর্থিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আব্দুল গাফফার, সহ-সভাপতি পদে সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে মাইনউদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মামুন মাহমুদ মিয়া, কার্যকরী সদস্য পদে ফাতেমা আক্তার সুইটি, আবু রায়হান, দেওয়ান আশরাফুল ইসলাম ও তেহসিন হাসান দিপু।

Leave a Reply

Back to top button