সারাদেশ

পালাতে চাই না, আপনাদের সাথে থাকতে চাই: মামুন মাহমুদ

‘আমরা পালাতে চাই না, আমরা আপনাদের সাথে থাকতে চাই’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, বাঁচলে আপনাদের নিয়ে বাঁচবো, মরলে আপনাদের নিয়ে মরবো। আপনাদের ছেড়ে কখনো যাবো না। আপনাদের সাথে সব সময় আছি।

মঙ্গলবার (২১ অক্টোবর) তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় ডেঙ্গু প্রতিরোধে ৬ নং ওয়ার্ডে বিহারী ক্যাম্পের সাড়ে তিন শত পরিবারের মাঝে মশারী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। যদি এখান থেকে আমাকে মনোনয়ন দেয় অথবা যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে সংসদ সদস্য বানাতে হবে। তাহলে আমরা আপনাদের সকল সমস্যা সমাধান করতে পারবো। 

তিনি আরও বলেন, হাসিনা নাই পালিয়ে গেছে। আমরা এখন বুক ফুলিয়ে চলতে পারি, কথা বলতে পারি। আমরা এখন আমাদের মত প্রকাশ করার সুযোগ পাব। 

বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া এবং যুবদল নেতা ওয়াসিম আসলাম। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নরুল ইসলাম বাবুল, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জমান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হেসেনসহ প্রমুখ। 

Back to top button