সারাদেশ

নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ মাহমুদুল হক। বৃহস্পতিবার বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

গত ১০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। নারায়ণগঞ্জের দায়িত্ব নেয়ার আগে ২৭ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ২০২১ সালের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তিনি এর আগে চাপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। দেড় বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জে তিনি দায়িত্ব পালন করেছেন। মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

Back to top button