সারাদেশ
নারায়ণগঞ্জে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নারায়ণগঞ্জে কেক কেটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম, গোলাম কিবরিয়া খোকন, ইকবাল হোসেন, আনোয়ার, হাসান, শাকিল, খালিদ, রাসেল সিকদার,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কায়কোবাদ রুবেল, সামাদ, মাহাবুব, রফিক, রাজিব, পাপ্পু, সাদিম, সায়মন, মোক্তার, শেখ রনিসহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।