সারাদেশ

নারায়ণগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, চাঞ্চল্য পুরো এলাকা

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় এক ফ্ল্যাট বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মো. হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও চার বছরের ছেলে আফরান।

পুলিশ জানায়, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন শিপলু। দরজাটি বিকেলে ভেতর থেকে বন্ধ পেয়ে স্থানীয়রা নিহতের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পান। নিহত শিপলু একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।পরে গামছা কেটে তার মরদেহ নামানো হয়। অন্য একটি কক্ষে তার স্ত্রী ও সন্তানের মুখে বালিশ চাপা অবস্থায় পাওয়া যায়। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে,  হাবিবুল্লাহ শিপলু তার স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

হাবিবুল্লাহ শিপলু “রমজান সমিতি” নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। করোনা মহামারীর সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। সমিতির মালিক রমজান দীর্ঘদিন ধরে পলাতক। সমিতির গ্রাহকরা তার কাছে টাকা পেতেন। পুলিশ লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Back to top button