নারায়ণগঞ্জের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম স্বপন ও সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহফুজুর রহমান কালাম।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, রূপগঞ্জে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ১ লাখ ১৮ হাজার ৬৪১ ভোট পেয়েছেন৷ তার বিপরীতে আবু হোসেন ভূঞা (রানু) পেয়েছেন ২১ হাজার ২৫৪ ভোট৷
আড়াইহাজারে ঘোড়া প্রতীকে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া দোয়াত-কলম প্রতীকে য়েছেন ১৩ হাজার ১৩২ ভোট৷
সোনারগাঁয়ে ১৪২ কেন্দ্রের ফলাফলে বিজয়ী ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম। কালাম পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট।
এ সময় রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের নামও ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে তিন উপজেলায় ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণকে কেন্দ্র নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ তিন উপজেলায়।