সারাদেশ

না’গঞ্জ সদর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা’কে ক্লোজড

না'গঞ্জ সদর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা'কে ক্লোজড

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলামসহ ৩জন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।

 

রবিবার (১৭ নভেম্বর) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

অপর দুই জন পুলিশের কর্মকর্তা হলেন উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও উপ পরিদর্শক (এসআই) সেলিম।

 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ তথ্যটি নিশ্চিত করেছেন। এসময় তিনি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সদর থানার ওসি ও দুই জন এসআইকে ক্লোজ করেছে। তাদের পুলিশ রেঞ্জে যুক্ত করা হয়েছে।

 

প্রসঙ্গত, সদর থানার ওসি নজরুল ইসলাম পূর্বে আড়াইহাজার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

Back to top button