সারাদেশ

নয়া এমপিকে বরণ

সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সোনারগাঁ উপজেলা চত্ত্বরে নব নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

এরপর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সোনারগাঁয়ের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ, উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ওস্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলে রাব্বি, গাজী মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের ২০৬, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে নৌকা প্রতীকে  ১লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি সোনারগাঁয়ে সংসদ সদস্য হয়েছেন।

Back to top button