সারাদেশ
বেপরোয়া ট্রাক কেড়ে নিল খাদ্য অধিদপ্তরের অফিস সহকারীর প্রাণ

আড়াইহাজার উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আবু তালেব (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের পাকিস্তানী মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর বিলপাড়া এলাকার মৃত ইয়াকুবের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মালবাহী ট্রাকের চাপায় তার হোন্ডাটি দুমড়ে মুচড়ে যায় এবং আবু তালেব গুরুতর আহত হলে তাকে পার্শ্ববর্তী ইউ এস বাংলা হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।

