সারাদেশ

প্রচারণার পর নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে : এমপি খোকা

নির্বাচনী প্রচারণার পর থেকে আমার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি ধামকি দেয়া শুরু হলো। ভয়ভীতি দেখিয়ে কি ভোট বানানো যায়? তাদের কি ভোট নাই? তাদের যদি ভোট থাকে ভোটারদের কাছে যাবে। আমার কর্মীদের হুমকি ধামকি দিবে কেনো প্রশ্ন আপনাদের কাছে।

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নে বুধবার (২৭ ডিসেম্বর) গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি কারো সমালোচনা করবো না। আপনিও সংসদ সদস্য ছিলেন আমিও দায়িত্বে আছি চলমান। জনগণ আপনার কর্ম দেখেছে আমারও কর্ম দেখেছে। তারা জানে আপনাকেও কতটুকু পেয়েছে, আমাকে কতটুকু পেয়েছে।

খোকা বলেন, আপনারা হুমকি ধামকিতে ভয় পাবেন না। যারা এগুলো করবে প্রশাসন তাদেরকে ছাড় দিবে না। তারা ভূল করতে পারে আমার নেতাকর্মী ভুল করবে না। যারা হুমকি ধামকি দেয় একটা সময় দৃশ্যমান হবে তাদের অবস্থা কি হয়। প্রশাসন কাউকে ছাড় দিবে না।

Back to top button