‘দাবি না মানা পর্যন্ত কুতুবপুরের মানুষ রাজপথেই থাকবে’

আংশিক নয় সম্পূর্ন কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তভুক্ত করতে সংবাদ সম্মেলন করেছে ‘কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটি’। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক হাজী মো. শহিদুল্লাহ। তিনি বলেন, কুতুবপুর ইউনিয়ন এর পুরো অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে ইতিপূর্বে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া,নাসিক এর প্রধান নির্বাহী৷ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেছি।
তিনি আরও বলেন, নানা সমস্যায় জর্জরিত, নাগরিক সেবা থেকে বঞ্চিত অবহেলিত এই কুতুবুপুর বাসীর দাবি একটাই আংশিক অংশ নয় কুতুবপুর ইউনিয়নের পুরো অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন এই বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না। দাবি না মানা পর্যন্ত অবহেলিত কুতুবপুর ইউনিয়নের প্রতিটি মানুষ রাজপথে আছে রাজপথেই থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো : নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস এম কাদির, যুগ্ম আহবায়ক এম এ জাহের মোল্লা, মো: নাছির প্রধান, এডভোকেট সুমন মন্ডল, এডভোকেট শরিফুল ইসলাম মোল্লা,মো: মনির হোসেন, জাকির হোসেন মাসুদ, আমির হোসেন লিটন, সেলিম মোল্লা, মো:সোহেল মোল্লা,আব্দুর রাজ্জাক রাজা, তৌফিক উন নবী, মাহফুজুর রহমান লিমন,হাজী মোহাম্মদ আলী, আলহাজ্ব আনোয়ার হোসেন রিপন, শাহাবুদ্দিন মোল্লা, সাঈফ রেজা সুমন, দ্বীন ইসলাম দিলু,মিজানুর রহমান মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

