দলে কোন্দল লাগাতে আওয়ামী লীগের এজেন্ট ঢুকানো হচ্ছে: সাদরিল

‘বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী গোলাম মুহাম্মদ সাদরিল।
তিনি বলেন, ‘ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যারা বিএনপি করি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভিতর কোন্দল লাগানোর জন্য আওয়ামী লীগের এজেন্ট ডুকিয়ে দেওয়া হচ্ছে। বিগত ১৭ বছর যারা আওয়ামী লীগের চাঁদাবাজি করেছে তাদের বিএনপিতে ডুকিয়ে চাঁদাবাজি করানো হচ্ছে। চাঁদাবাজি করছে তারা নাম পড়ছে বিএনপির। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
২০ আগষ্ট বুধবার সিদ্বিরগঞ্জ বিএনপির আওতাধীন ৫নং ওয়ার্ড বিএনপির অস্থাযী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। এসময় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাদরিল আরও বলেন, দলের ভিতর কোন্দল সৃষ্টি করা যাবে না। আমাদের দল একটাই বিএনপি। কিছু টাকার জন্য দলের ক্ষতি করবো এরকম করা যাবে না। এখন অনেকে দলের ক্ষতি করে নিজের পাল্লা ভারি করার জন্য উঠেপড়ে লাগছে। দলের যা হওয়ার হোক তারা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা চাঁদাবাজি করেছে তারেক রহমানের নির্দেশে দল থেকে বহিষ্কার। এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।
আমার নাম ভাঙ্গিয়ে অনেকে চাঁদাবাজি করছে অভিযোগ করেন বিএনপির এ নেতা। বলেন, ‘যারা আমার দলের কেউ না তারা আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। যারা আমার নামে চাঁদা চাইতাছে তাদেরকে চিহিৃত করতে হবে। আমি নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো। আমার ইমেজ নষ্ট করার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তারা চায় না আমি নির্বাচন করি।’