ত্বকী হত্যার ১২৬ মাস: শুক্রবার আলোক প্রজ্বালন
ত্বকী হত্যার ১২৬ মাস উপলক্ষে ত্বকী, সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচারের দাবিতে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয় টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
বুধবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৬ মাস। ২০১৩ সালের ৬ মার্চ হত্যা করা হয় ত্বকীকে। তদন্তকারী সংস্থা র্যাব হত্যাকাণ্ডের এক বছরের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র তৈরী করে তা সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানালেও সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয় নাই। দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ। ত্বকী হত্যার ১২৬ মাস উপলক্ষে ত্বকী, সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয় টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।