সারাদেশ

তৃতীয় দিনেও বন্দরের বিভিন্ন স্পটে যুবদলের খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ঘোষিত কর্মসূচির তৃতীয় দিনেও দিনব্যাপী বন্দর থানা ও উপজেলার বিভিন্ন স্পটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১ জুন ) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর থানা ও উপজেলার বিভিন্ন স্পটে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের দীক নির্দেশনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে প্রতিটি স্পটে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আলীরটেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফ সরদারের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুপুর বারোটায় আলীরটেক বাজারে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

বন্দর থানা যুবদল নেতা পারভেজ খান ও আব্দুল হাকিমের উদ্যোগে বন্দর বাস স্ট্যান্ড এলাকায় বন্দর থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয় ।

বন্দর থানা যুবদল নেতা সোহেল মিয়ার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুপুরে ২২নং ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

বন্দর উপজেলা যুবদলনেতা ওয়াদুদ সাগরে উদ্যোগে ধামগড় ইউনিয়নে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা ও বন্দর উপজেলার বিভিন্ন স্পটে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অংশগ্রহণ করেন মহানগর যুবদলের আহ্বায়ক আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।

এছাড়াও আরও উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হোসেন রিপন, সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, হাবিবুর রহমান মাসুদসহ প্রমুখ।

Back to top button