সারাদেশ

তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের সম্পদ: সাদরিল

তারেক রহমানের পরিচয় আগে জানেন আপনারা ভালো করে। তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের সম্পদ। তাকে নিয়ে যখন বলবেন ভেবে চিন্তে বলবেন। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। 

রোববার (২০ জুলাই) বিকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল এ কথা বলেন।

তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সা‌বেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

Leave a Reply

Back to top button